বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আব্দুল কালাম হয়ে উঠল ‘নেহা’। ভুয়ো পরিচয়পত্র, লিঙ্গপরিচয় বদল আর ছদ্মবেশের রহস্যে পুলিশের হেফাজতে রূপান্তরকামী অনুপ্রবেশকারী। ভোপালে চাঞ্চল্য!
বাংলাদেশে ছিলেন আব্দুল, ভারতে এসে হয়ে গেলেন নেহা। অনুপ্রবেশকারীর রূপের বদল, নামের বদল আর পরিচয়পত্রের খেলায় চমকে উঠেছে ভোপাল পুলিশ। সন্দেহ, ১০ বছর বয়সে ভারত অনুপ্রবেশ করে এক দীর্ঘ ছদ্মবেশে ছিলেন ‘রূপান্তরকামী’ আব্দুল।
প্রথমে মুম্বই, পরে ভোপালে—সাংগঠনিক স্তরেও নিজেকে ‘নেহা’ নামে পরিচিত করান। তবে সত্যিই তিনি রূপান্তরকামী, না কি পরিচয় আড়াল করতেই এই রূপ বদল? NDTV সূত্রে জানা গেছে, এই ‘পরিচয়-নাটক’ খতিয়ে দেখছে পুলিশ।
বর্তমানে ৩০ দিনের হেফাজতে আব্দুল ওরফে নেহা। বাজেয়াপ্ত হয়েছে একাধিক ভুয়ো কাগজ—আধার, পাসপোর্ট, ভোটার কার্ড। ভোপাল পুলিশের দাবি, “অনুপ্রবেশকারীর মুখোশ খুলে দিতে পেরেছি। ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।”
নেহা না আব্দুল—চোখের ধাঁধায় যেমন বিভ্রম, তেমনই প্রশাসনিক জটিলতায় এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আর লিঙ্গপরিচয়ের প্রশ্ন নতুনভাবে ছুঁয়ে ফেলেছে।