চাকরির জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার, আত্মঘাতী যুবক

মালদা: রেলের চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। টাকা ফেরত না পেয়ে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল যুবক। উদ্ধার হয়েছে নোট। ছোট বেলায় বাবা মাকে হারিয়েছিল, মামার বাড়িতে থেকে কষ্ট করে মানুষ। ভেবেছিল, টাকা দিলে হয়ত চাকরি হবে। কিন্তু প্রতারণার শিকার হয়ে নিজেকেই শেষ করে দিল যুবক। এমনটাই বলছেন আত্মীয়রা।

বুধবার সকালে নিজের শোবার ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম বিশাল চৌধুরী (২৭)। নোটে লেখা রয়েছে দুই ব্যক্তিকে নগদ সাড়ে ছ’লক্ষ টাকা দিয়েছিল রেলের চাকরির জন্য। দীর্ঘদিন কাটলেও চাকরি হয়নি। বারবার সেই টাকা ফেরত চেয়ে না পেয়ে শেষ অবধি এমন পদক্ষেপ করেছে যুবক।

আত্মীয়রা জানিয়েছেন, মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার দুইজনের হাতে দেওয়া হয়েছিল টাকা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিল বিশাল। ছোটবেলাতেই বিশালের বাবা-মা মারা গিয়েছেন। রথবাড়ি চাটায় পট্টি এলাকাতে রয়েছে তার মামার বাড়ি, সেখানেই মানুষ হয়েছিলেন বিশাল। গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরির খোঁজ করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন বিশাল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথ বাড়ি চাটাইপট্টি এলাকায়।

About The Author