youth allegedly molested the schoolgirl

Jalpaiguri: স্কুলে ঢুকে ছাত্রীর সঙ্গে অপকর্ম! উত্তম-মধ্যম গ্রামবাসীদের

ময়নাগুড়ি: স্কুলে ঢুকে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বহিরাগত এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্তএর নাম তফাই হোসেন। ছাত্রীকে মাটিতে ফেলে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপর হাতের সামনে পেয়ে উত্তম মধ্যম দেন এলাকাবাসীরা।

ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির পশ্চিম বারোঘরিয়ায়। ঘটনার পর ওই যুবক গা ঢাকা দেয়। এদিকে, খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা যুবকের খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর তাকে হাতের সামনে পেয়ে বেধড়ক মারধর করে। সেই সময় ময়নাগুড়ি থানার পুলিশ এসে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে নিগৃহীতার শারিরীক অবস্থা খারাপ থাকায় স্থানীয়দের সহযোগিতায় স্কুলের শিক্ষকরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

পুলিস সূত্রে খবর, রোজকার মতোই এদিনও বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। স্কুল চত্বরেই একটি টিউবওয়েল থেকে জল খাচ্ছিল সে। তখন তফাই হোসেন নামে স্থানীয় এক যুবক ওই স্কুল পড়ুয়ার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। অভিযুক্ত যুবককে খুঁজে বের করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বেধড়ক মারধর। শেষপর্যন্ত পুলিসের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।

About The Author