গ্যাংস্টার খুনে গর্জে উঠলেন মমতা, ‘নিজের রাজ্যে তাকান’, পাল্টা খোঁচা BJP-র

উত্তরপ্রদেশে পুলিশ এবং মিডিয়ার চোখের সামনে দুই গ্যাংস্টারকে গুলি করে খতম করলেন কয়েকজন দুষ্কৃতি। এভাবে দুই বিচারাধীন ব্যক্তির মৃত্যুতে গরমে উঠেছে দেশের রাজনীতি। মানব অধিকার এবং যোগীরাজ্যে আইনের নামে তামাশা দাবি করে কথা বলতে শুরু করেছেন বিরোধী নেতা-নেত্রীরা। সেই দলে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের চোখের সামনে দুই জনকে এভাবে খতম করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে মমতা বলেছেন, উত্তরপ্রদেশে আইনের অধঃপতন দেখে আমি চমকে গিয়েছি। পুলিশ এবং মিডিয়ার সামনে এভাবে তাঁদের হত্যা করার ঘটনা গনতন্ত্রের জন্য লজ্জাজনক। 

এই নিয়ে মুখ্যমন্ত্রীকে এখহাত নিয়েছে বিজেপির নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অন্যকে আঙ্গুল দেখানোর আগে নিজের তিনটি আঙ্গুল কোনদিকে সেটা দেখুন। রাজ্যের অরজাকতা নিয়ে কখন চমক ভাঙবে আপনার? রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উত্তরপ্রদেশে দুই মাফিয়া মরেছে, তাতেই আপনার চমক ভেঙ্গেছে। এদিকে রাজ্যে হিন্দুরা মরছে। আপনার হুশ ফিরবে কবে? মহুয়া মৈত্র বলেন, বিজেপির সৌজন্যে দেশে মাফিয়ারাজ চলছে। আর এটাই সত্যি। এর উত্তরে বিজেপির বক্তব্য, পশ্চিমবঙ্গের মাফিয়ারাজ নিয়ে কবে বলবেন আপনারা? 

About The Author