উত্তরপ্রদেশে পুলিশ এবং মিডিয়ার চোখের সামনে দুই গ্যাংস্টারকে গুলি করে খতম করলেন কয়েকজন দুষ্কৃতি। এভাবে দুই বিচারাধীন ব্যক্তির মৃত্যুতে গরমে উঠেছে দেশের রাজনীতি। মানব অধিকার এবং যোগীরাজ্যে আইনের নামে তামাশা দাবি করে কথা বলতে শুরু করেছেন বিরোধী নেতা-নেত্রীরা। সেই দলে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের চোখের সামনে দুই জনকে এভাবে খতম করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে মমতা বলেছেন, উত্তরপ্রদেশে আইনের অধঃপতন দেখে আমি চমকে গিয়েছি। পুলিশ এবং মিডিয়ার সামনে এভাবে তাঁদের হত্যা করার ঘটনা গনতন্ত্রের জন্য লজ্জাজনক।
I am shocked by the brazen anarchy and total collapse of law & order in Uttar Pradesh.
It is shameful that perpetrators are now taking the law in their own hands, unfazed by the police and media presence.
Such unlawful acts have no place in our constitutional democracy.
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2023
এই নিয়ে মুখ্যমন্ত্রীকে এখহাত নিয়েছে বিজেপির নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অন্যকে আঙ্গুল দেখানোর আগে নিজের তিনটি আঙ্গুল কোনদিকে সেটা দেখুন। রাজ্যের অরজাকতা নিয়ে কখন চমক ভাঙবে আপনার? রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উত্তরপ্রদেশে দুই মাফিয়া মরেছে, তাতেই আপনার চমক ভেঙ্গেছে। এদিকে রাজ্যে হিন্দুরা মরছে। আপনার হুশ ফিরবে কবে? মহুয়া মৈত্র বলেন, বিজেপির সৌজন্যে দেশে মাফিয়ারাজ চলছে। আর এটাই সত্যি। এর উত্তরে বিজেপির বক্তব্য, পশ্চিমবঙ্গের মাফিয়ারাজ নিয়ে কবে বলবেন আপনারা?
Your audacity to comment with a straight face is shocking! You, as CM of West Bengal, perhaps live under a rock, because if there is brazen anarchy and complete collapse of L&O in one State, without doubt, then it is WB…
So, focus on addressing the terrible situation back home. https://t.co/sPTakSRIfS
— Amit Malviya (@amitmalviya) April 16, 2023