Rajganj: বছর শেষে এবারও মিলছে না দুই বাংলা

এবারও হচ্ছে না মিলন মেলা! রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তঘেঁষা গ্রামবাসীদের জন্য বছর শেষে এবছরও খারাপ খবর শুনতে হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে এবারও মিলন মেলার অনুমতি দিল না দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।

জানা গিয়েছে, জেলা এবং ব্লক প্রশাসন মিলন মেলার ব্যাপারে সবুজ সংকেত দিলেও বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে সুরক্ষার প্রশ্ন তুলে এবারও মিলন মেলায় আপত্তি জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে এও জানানো হয়েছে, সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন; তাই এই মুহূর্তে মিলন মেলা হলে নিরাপত্তা সংক্রান্ত নানা সমস্যা দেখা দিতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমানায় বেশ কিছু গ্রাম বছর শেষে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তবে গত বছর করোনা সংক্রমণ এবং এবছর নিরাপত্তাজনিত কারণে মিলন মেলা না হওয়ায় মন খারাপ গ্রামবাসীর।

About The Author