ফের ধর্ষণের অভিযোগ! ৬৫-র ‘প্রতিবেশী’র লালসার শিকার নাবালিকা

বেলাকোবা: ৬৫ বছরের বৃদ্ধের লালসার শিকার হল ক্লাস নাইনের এক ছাত্রী। রাজগঞ্জের শিকারপুরে ফের চাঞ্চল্যকর ঘটনা। প্রানের ভয় দেখিয়ে ৩ বছর ধরে লাগাতার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাশের বাড়ির দাদুর বিরুদ্ধে। 

রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ক্লাস নাইনের ওই ছাত্রীকে প্রাণের ভয় দেখিয়ে প্রায় ৩ বছর ধরে লাগাতার ধর্ষণ করেছে পাশের বাড়ির ৬৫ বছরের দাদু। ১৭ বছরের ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সামনে আসে ঘটনা।

পরিবারের দাবি, পাশের বাড়ির বৃদ্ধ ক্যানালে নিয়ে গিয়ে প্রায় ৩ বছর ধরে নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছে। প্রাণভয় এবং লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি নাবালিকা। শনিবার রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। থানায় অভিযোগ জমা পড়তেই শিকারপুর থেকে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। পরপর এমন ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

About The Author