রাজগঞ্জে ফের রেশন বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল। এবারে রমজান মাস উপলক্ষে সংখ্যালঘুদের বিশেষ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। রাজগঞ্জ ব্লকের বেশকিছু রেশন দোকানে ধরা পড়ল এমন ছবি।
উপভোক্তাদের অভিযোগ, রমজান মাস উপলক্ষে ‘স্পেশাল প্যাকেজে’ যেসব খাদ্য সামগ্রী দেওয়ার কথা ছিল, সেগুলো রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে না। রেশন দোকানদারদের দাবি, রাজগঞ্জ সার্কেলে কোনও রেশন দোকানেই এই সুবিধা মিলছে না। এদিকে, এই ব্যাপারে রাজগঞ্জ ফুড ইন্সপেক্টর বাইটুল মহম্মদ জানান বিষয়টি তার জানা নেই খোঁজ নিয়ে দেখবেন। রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার জানান, বিষয়টি তদন্ত করে দেখতে হবে।
রাজগঞ্জ রেশন দোকান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজেশ দাস জানান, রাজগঞ্জ সার্কেলে ৩০টি রেশন দোকান রয়েছে। তার বেশিরভাগ দোকানেই রমজান মাসের জন্য যে সব সামগ্রী যেমন ময়দা চিনি ও ছোলা এসেছে তা এখনও কোনও রেশন দোকানে পৌঁছায়নি। তাই কোনও রেশন দোকানদার সেগুলো এখনও বিলি করতে পারেনি। যত তাড়াতাড়ি রেশন দোকানে পৌঁছাবে সেই সামগ্রী তত তাড়াতাড়ি এলাকা জনসাধারণকে সামগ্রী দেওয়া সম্ভব হবে। অন্যান্য জায়গায় রেশন সামগ্রীর সঙ্গে ছোলা চিনি ও ময়দা ইত্যাদি গ্রাহকদের দেওয়া শুরু হলেও রাজগঞ্জ ডিস্ট্রিবিউটার অধীনস্থ দোকানগুলিতে এখনও সেই সামগ্রী কেন পৌঁছায়নি, প্রশ্ন উঠেছে।

