মায়ের দেহ নিয়ে ব্যান্ড বাজিয়ে শ্মশান যাত্রায় সামিল ছেলেরা

রাজগঞ্জ: বৃদ্ধা মায়ের মৃত্যুতে ব্যান্ড বাজিয়ে শ্মশান যাত্রায় সামিল হলেন ছেলে ও নাতিপুতিরা। বুধবার ফের এমন ছবি ধরা পড়ল রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলের লক্ষীজমাদারগছ গ্রামে।

এই যুগে বয়স্ক কেউ মারা গেলে ডিজে, ব্যান্ড বাজছে। রাস্তা দিয়ে মরা নিয়ে গেলে পথচারীরা বিভ্রান্ত হয়ে পড়েন, শোকযাত্রা না শোভাযাত্রা। গত কয়েক বছরে এমন ছবি বারেবারে ধরা পড়েছে। বুধবার আবারও রাজগঞ্জে এক বৃদ্ধার মৃত্যুতে ব্যান্ড পার্টি বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে দেখা গেল পরিবারের সদস্যদের। ওই এলাকার বাসিন্দা বৃদ্ধা হরপেশ্বরী রায় ৯৫ বছর বয়সে দেহ রেখেছেন। পরিবারের দাবি, বৃদ্ধা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তার শেষকৃত্য ব্যান্ড পার্টি বাজিয়ে করতে হবে। তাই নাকি পরিবারের সদস্যরা ব্যান্ড বাজনার আয়োজন করেছেন। মৃত বৃদ্ধার ছেলে সৎমোহন রায় বলেন, রোগভোগ নয়, বার্ধক্যজনিত কারণেই তাঁর মা মারা গিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের সকলের সঙ্গে হাসিখুশি ভাবে কাটিয়েছেন। মায়ের শেষ ইচ্ছে ছিল নাকি এই। তাই পরিবারের সদস্যরা মিলে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

About The Author