Rajganj: বাইক-লরির মুখোমুখি সংঘর্ষে আহত সিভিক ভলান্টিয়ার

ডিউটি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক সিভিক ভলান্টিয়ার। সোমবার সাতসকালে রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের প্রধানপাড়ায় একটি পাথরবোঝাই লরির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহত সিভিক ভলান্টিয়ারের নাম জাহের আলী (৩০)। পশ্চিম সাউদাভিটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে সাত’টা নাগাদ বাড়ি থেকে ডিউটি যাওয়ার পথে প্রধানপাড়ায় একটি ‘বোল্ডার-বোঝাই’ ষোলো চাকা লরির মুখে পড়ে যায় বাইকটি। গুরুতর যখম অবস্থায় আহত সিভিক ভলান্টিয়ারকে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এবং তারপর শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরই চাঞ্চল্য সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। আরও জানা গিয়েছে, ঘাতক ট্রাকে পাথরবোঝাই করা ছিল। নির্মাণ কাজের দিকে যাচ্ছিল। গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

About The Author