রাজগঞ্জ কলেজের নাম উল্লেখ করে ফেসবুকে অশালিন ইঙ্গিতবাহী ভিডিও পোস্ট করার অভিযোগ। সাইবার সেলের দ্বারস্থ পড়ুয়ারা। রাজগঞ্জ কলেজের প্রিন্সিপালের দাবি, ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা কেউই এই কলেজের পড়ুয়া নয়। কে এই কাজ করল তা নিয়ে ধন্ধ।
বৃহস্পতিবার সকালে একটি ফেসবুক প্রোফাইল থেকে অশ্লীল ইঙ্গিতবাহী ভিডিও পোস্ট করা হয়। যেখানে ‘রাজগঞ্জ কলেজ’ নাম লেখা ছিল। আপাতদৃষ্টিতে ভিডিওটি দেখে মনে হবে রাজগঞ্জ কলেজের কোনও পড়ুয়া ‘সস্তা কমেডি’র নামে ওইরকম অশালীন চিত্রনাট্য সাজিয়েছেন। প্রোফাইল ঘেঁটে দেখা গেল, সেখানে অন্যান্য জনপ্রিয় কিছু চ্যানেলের ভিডিও ছবি পরপর পোস্ট করা হয়েছে। অশালিন ইঙ্গিতবাহী ভিডিওতে কেন রাজগঞ্জ কলেজের নাম লেখা হল? কারাই এর সঙ্গে জড়িত? তা নিয়ে জল্পনা তৈরি হয়। দুপুরে রাজগঞ্জ কলেজের প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা ঘটনার বিরুদ্ধে থানার দ্বারস্থ হন।
রাজগঞ্জ কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মেহেবুব আলম বলেন, ‘প্রোফাইলটির আসল পরিচয় জানা যাচ্ছেনা। সামাজিক মাধ্যমে অন্য চ্যানেল থেকে ভিডিও চুরি করে নিজের ইচ্ছেমত সাজিয়ে ফেসুবকে ছাড়ছে অভিযুক্ত। আজ রাজগঞ্জ কলেজের নাম লিখে একটি অশালিন ভিডিও পোস্ট করেছে। কলেজের পড়ুয়াদের ভিডিও মনে করে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। যেহেতু ভিডিওর নির্মাতার সঙ্গে কলেজের কোনও সম্পর্ক নেই। তাই তাদের নিয়ে কোনও মন্তব্য নেই।’
রাজগঞ্জ কলেজের প্রিন্সিপাল ডঃ হরপ্রসাদ মিশ্র বলেন, ভিডিওতে থাকা যুবক যুবতীদের সঙ্গে রাজগঞ্জ কলেজের কোনও সম্পর্ক নেই। কে সেই ভিডিওতে কলেজের নাম লিখে প্রচার করেছে তা তাঁর জানা নেই। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলপাইগুড়ি সাইবার সেলে যাওয়ার উদ্যোগ শুরু করেছে পড়ুয়ারা।