Jalpaiguri: মায়ের ডেথ সার্টিফিকেট করাতে গিয়ে ‘মরে গেল’ বাবা

মৃত্যু হয়েছে মায়ের। অথচ ডেথ সার্টিফিকেট দেওয়া হল বাবার নামে। এক ব্যক্তিকে বেঁচে থাকতেই মৃত বলে ঘোষণা করায় ক্ষোভ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিষয়টি জানালে আদালতের দ্বারস্থ হতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, হাসপাতালের সংশ্লিষ্ট কর্মীর যোগ্যতা নিয়েও।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে রাজগঞ্জের ভান্ডিগুড়ি চা বাগানের বাসিন্দা রাকেশ ওরাও-এর মা মারা গিয়েছেন! সেই ডেড সার্টিফিকেট তুলতে এসে তার জীবিত বাবাকেও মৃত্যু বলে ঘোষণা করা হয়। বিষয়টি হাসপাতালে জানালে, কর্তৃপক্ষ তাদের আদালতে যেতে বলেন। এরপরই ক্ষোভ তৈরি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হইচই শুরু হতেই নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে সার্টিফিকেট ঠিক করে দেয়া হবে। তবে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট কর্মীর যোগ্যতা নিয়ে।

About The Author