বেলাকোবা: বেলাকোবা বটতলা মোড় থেকে গেটবাজার পযর্ন্ত প্রায় ৯ কিমি রাস্তায় মাঝেমধ্যেই দুর্ঘটনায় প্রাণনাশের খবর মেলে। সরু রাস্তার জন্যই এই ঘটনা বলে দাবি করে রাস্তা চওড়া করার ব্যাপারে দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের। এবার সেই দাবি অনুযায়ী, রাজগঞ্জ ভূমি রাজস্ব দপ্তর এবং পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে রাস্তা চওড়া করার ব্যাপারে সমীক্ষার কাজ শুরু হল।
রাস্তার চওড়া অনেকটাই কম ছিল, যার ফলে মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটত বলে অভিযোগ। রাস্তা প্রস্থে বাড়ানোর সমীক্ষার কাজ শুরু হওয়ায় খুশী এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন রায় বলেন, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার কাজ শুরু করার আবেদনও তিনি জানিয়েছেন। বিএলআরও রাজগঞ্জ বলেন, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে। সোমবারের মধ্যে সমিক্ষার কাজ শেষ হবে।

