বাঁশের আড়াল সরতেই বেরল ৫০ লক্ষ টাকার কাঠ, গ্রেপ্তার ৩

জলপাইগুড়ি: এবার বাঁশের আড়ালে কাঠ পাচারের চেষ্টা রুখে দিল বনদপ্তর। বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় প্রায় ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ পাচারের আগেই উদ্ধার করা হল। সেই সঙ্গে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেলাকোবা রেঞ্জ সূত্রে খবর, রেঞ্জার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই মত শনিবার রাতে ওত পেতেই ছিলেন বনকর্মীরা। রাতের শেষে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর-পানিকৌড়ি টোল প্লাজার কাছে একটি বাঁশ বোঝাই লরি খেয়াল করেন তাঁরা।

টোল গেটে সন্দেহজনক গাড়িটি খেয়াল করতেই সেটির পিছু নেন বনকর্মীরা। এরপর প্রায় দেড় কিলোমিটার পেছনে ধাওয়া করে করতোয়া এলাকায় গাড়িটিকে আটক করা হয়। বাঁশের আড়াল সরতেই বিপুল পরিমাণ বার্মাটিক উদ্ধার হয়। উদ্ধার কৃত কাঠের (720 cft) আনুমানিক মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

বনদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বার্মাটিকগুলি অসম থেকে উত্তরপ্রদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন প্রেম সিং, মোঃ ইমরান এবং চাহাজুল ইসলাম। এরা যথাক্রমে উত্তরপ্রদেশ এবং অসমের বাসিন্দা। রবিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। 

About The Author