রঙের উৎসবে পাকিস্তানে হিন্দু পড়ুয়াদের ওপর হামলা, আহত ১৫

রঙের উৎসবে পাকিস্তানে হিন্দু ছাত্রছাত্রীদের ওপর হামলার অভিযোগ। সেই মুহূর্তের ছবি প্রকাশ্যে। হোলি উৎসবে হামলার শিকার হলেন পাকিস্তানের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। ঘটনায় আহত অন্তত ১৫ পড়ুয়া।

জানা গিয়েছে, মঙ্গলবার লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা হোলি খেলায় মেতেছিলেন। অনুষ্ঠান চলাকালীন ইসলামি জমিয়ত তুলবা নামে কট্টরপন্থী ইসলামিক ছাত্র সংগঠন তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। জোর করে রং খেলা বন্ধ করে দেওয়া হয়।

হামলার ঘটনার প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠি নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় অন্তত ১৫ জন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্মারকলিপি জমা দিয়েছেন হিন্দু ছাত্রছাত্রীরা। দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবি জানানো হয়।

About The Author