মমতার নির্দেশে পরিবারের সঙ্গে দেখা করলেন সরকারি অধিকর্তা‌রা

রাজগঞ্জ: পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই মমতার নির্দেশমত মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন জলপাইগুড়ি জেলাশাসক, গৌতম দেব। ছিলেন বিধায়ক, বিডিও, বনাধিকারিকেরা।

মুখ্যমন্ত্রী যখন উত্তরকন্যায়। তখনই খবর পেয়েছিলেন। ঘটনার কথা জেনে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রয়োজনে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য পরীক্ষা চলাকালীন আলাদা বাসের ব্যবস্থা করতে।’ জেলাশাসক বলেন, ‘সরকারি ভাবে যতটুকু করা যায় করা হবে।’

সকালেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে মৃত পড়ুয়াকে দেখে এসেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, ‘দুঃখ জানানোর ভাষা নেই। আগামীতে যতটা সম্ভব পরিবারটির পাশে থাকব।’ 

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মহারাজ ঘাট এলাকার ঘটনা। মৃতের নাম অর্জুন দাস (১৬)।

সকালে বাবার সঙ্গে বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে আচমকাই জঙ্গল থেকে তেড়ে এল হাতি। বাবা বিষ্ণু দাস কোনওমতে পালিয়ে বাঁচলেও চোখের সামনে ছেলে অর্জুন দাস(১৬)-কে শুঁড় দিয়ে তুলে নিয়ে যায় জঙ্গলে। পরে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের টাকিমারি এলাকায়। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মী‌রা। সেখানে পৌঁছায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশও।

About The Author