হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি: জলপাইগুড়ির বেলাকোবায় পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল বছর ১৬-র এক পরীক্ষার্থীর। মুখ্যমন্ত্রী সেসময় উত্তরকন্যায়। ঘটনার কথা জেনে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে দেখে এসেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

দুপুরে বাগডোগরা বিমানবন্দরে ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রয়োজনে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য পরীক্ষা চলাকালীন আলাদা বাসের ব্যবস্থা করতে।’ সেই সঙ্গে এও জানান, ইতিমধ্যেই গৌতম দেব এবং জলপাইগুড়ির জেলাশাসককে নিহত ছাত্রের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রওনা হয়েছিলেন টাকিমারীর বাসিন্দা বিষ্ণু দাস। পরীক্ষা কেন্দ্র ছিল বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল। সেখানে যাওয়ার পথে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি তাড়া করে আসে। বিষ্ণুবাবু কোনওমতে পালিয়ে বাঁচেন। তার চোখের সামনেই ছেলের ওপর আক্রমণ করে হাতিটি। উদ্ধার করে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

About The Author