মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু পড়ুয়ার

রাজগঞ্জ: মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হল এক পরীক্ষার্থীর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের মহারাজ ঘাট এলাকার ঘটনা।

জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছিল বছর ১৬-র অর্জুন। সকালে বাবার সঙ্গে বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে আচমকাই জঙ্গল থেকে তেড়ে এল হাতি। কোনওমতে পালিয়ে বাঁচলেও চোখের সামনে ছেলেকে শুঁড় দিয়ে তুলে নিয়ে যায় জঙ্গলে। পরে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের টাকিমারি এলাকায়। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মী‌রা। সেখানে পৌঁছায় মিলনপল্লী ফাঁড়ির পুলিশও।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে রওনা হয়েছিলেন টাকিমারীর বাসিন্দা বিষ্ণু দাস। পরীক্ষা কেন্দ্র ছিল বেলাকোবা কেবলপাড়া হাই স্কুল। সেখানে যাওয়ার পথে বৈকুন্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি তাড়া করে আসে। বিষ্ণুবাবু কোনওমতে পালিয়ে বাঁচেন। তার চোখের সামনেই ছেলের ওপর আক্রমণ করে হাতিটি। উদ্ধার করে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই শোক এবং প্রশাসনের ওপর ক্ষোভের আবহ তৈরি হয়েছে এলাকায়। ঘটনার ব্যাপারে রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, ওই রাস্তায় হাতির বিপদ রয়েছে। স্থানীয়দের বলা হয় তবে বিকল্প রাস্তা ধরলে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। তাই অনেকেই ওই রাস্তাই ব্যবহার করেন। যদিও সবসময় স্থানীয়দের সতর্ক করতে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সঞ্জয়বাবু।

About The Author