Rajganj: জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু

বেলাকোবা: জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নবীয়দ হাসান (২৯)। রাজগঞ্জ শিকারপুর অঞ্চলের পয়াভিটা এলাকার বাসিন্দা।

বনদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, নবীয়দ তার দুই সঙ্গীকে নিয়ে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ একটি হাতির সামনে পড়ে যান। হাতির শুড়ে জড়িয়ে তাঁকে আছড়ে ফেলে মাটিতে। গুরুতর লখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকালে বেলাকোবা রেঞ্জের বাতাসিভিটা বিটের এসটিপি ৪ কম্পার্টমেন্টে অবৈধভাবে কাঠ কাটার উদ্দেশ্যে প্রবেশ করেছিল ওই যুবক, অভিযোগ বনদপ্তরের। ঘটনার সময় বাতাসি বিটের বিট অফিসার দীপক রায় প্রধান কম্পার্টমেন্টে কর্তব্যরত অবস্থায় তাদের চিৎকার শুনতে পান। বিভাগীয় গাড়িতে করে নবীয়দের সঙ্গে দুই জনকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় যুবকের। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দীপকবাবু।

দীপকবাবু আরও বলেন, জঙ্গলের বাইরে ঘটনাটি হলে সরকারের তরফে পাঁচ লক্ষ টাকা এবং পরিবারের একজন চাকরি পেতেন। কিন্তু জঙ্গলের ভেতরে এই ঘটনা ঘটায় সেক্ষেত্রে যুবকের পরিবার কোনও সরকারি সুযোগ সুবিধা পাবেন না।

 

About The Author