দুঃস্থ ফুটবলারদের খাদ্যসামগ্রী বিলি করল রাজগঞ্জ ওয়েলফেয়ার

রাজগঞ্জ: রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আজ সকাল এগারোটা নাগাদ সংস্থার প্রাঙ্গণে নিত্যব্যবহার্য কিছু সামগ্রী তুলে দেওয়া হয় সংস্থার ফুটবল একাডেমীতে অনুশীলনে যোগ দেওয়া বিভিন্ন জায়গা থেকে আগত দুঃস্থ ও অভাবী ছেলেদের অভিভাবকদের হাতে। বিতরণপর্ব পুরোপুরি সরকারি স্বাস্থ্যবিধি মেনে করা হয়। সংস্থার সদস্যদের বিশেষ করে উত্তম দাস, উচ্চয় চক্রবর্তী, বিশ্বজিৎ দে, শম্ভু সাহা,কল্পনা রায়, রাহুল রায়, প্রদীপ রায়, মনোজ থাপা, পলাশ অধিকারী, এদের সক্রিয় উপস্থিতিতে এবং সংস্থার সভাপতি ও সহসভাপতি যথাক্রমে দীপালি রায় ও সুবোধ গোস্বামীর উপস্থিতিতে এই বিতরণ প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হয়। সংস্থার প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে কয়েকজন যারা বর্তমানে ভারতীয় সেনাদলের খেলোয়াড় ও সংস্থার সদস্য যেমন সুরজিৎ দাস, সঞ্জয় দাস ও সঞ্জীব সাহা আর্থিকভাবে সহযোগিতা করেছে। সংস্থার শুভাকাঙ্খী স্থানীয় যুবক মিঠুন সাহাও অর্থ সাহায্য করে। সংস্থার ঘরের ছেলে তথা ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান ফুটবল খেলোয়াড় মনোজ মহম্মদ(জনি)-র উজ্জ্বল উপস্থিতি বিতরণপর্বকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। স্বাস্থ্যসুরক্ষায় প্রয়োজনীয় কিছু সামগ্রী দেওয়ার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে রাজগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

https://www.facebook.com/1078725615516939/posts/3164409293615217/

 

About The Author