১.৯ কোটি টাকায় কোহলির দলে শিলিগুড়ির রিচা

মহিলাদের আইপিএলের নিলামে রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে বেঙ্গালুরু। নিলামের শুরুতে বেঙ্গালুরুকে লড়াই করতে হয়েছে দিল্লির সঙ্গে। তারা হাল ছেড়ে দেওয়ার পর আসরে নামে মুম্বই। হাডডাহাড্ডি লড়াইয়ের পর ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে রিচাকে নিয়েছে বেঙ্গালুরু।

শিলিগুড়ি থেকে ভারতীয় মহিলা দলে নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলা রিচা ঘোষ মেয়েদের আইপিএলের নিলামে ১ কোটি ৯০ লক্ষ টাকায় বিক্রি হলেন। বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি দলে এবার স্মৃতি মন্ধনাদের দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে দেখা যাবে রিচাকে।

১৯ বছরের তরুণী রিচা বাবা, মাকে আর কঠোর পরিশ্রম করতে দিতে চান না। রিচা বলেছেন, ‘বাবা, মা চাইতেন আমি দেশের হয়ে খেলি। আমি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি। অধিনায়ক হিসাবে দেশকে ট্রফি জেতাতে। কলকাতায় বাবা, মার জন্য একটা ফ্ল্যাট কিনব। চাইব ওরা এ বার জীবন উপভোগ করুক। আমাকে বড় করার জন্য বাবা, মা কঠোর পরিশ্রম করেছেন। এখন বিশ্রাম নিতে পারবেন।’

About The Author