ভারত ভূমিতেই বিপুল লিথিয়াম! শীর্ষ তালিকায় উঠে এল দেশের নাম

এবার ভারত ভূমিতেই বিপুল পরিমাণ লিথিয়াম খনিজের সন্ধান মিলল। দেশে প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের বিপুল ভাণ্ডারের সন্ধান মিলেছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মতে, ওই খনিতে প্রায় ৫৯ লক্ষ টন পরিমাণ লিথিয়ামের ভাণ্ডার মজুদ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এরপরই সর্বাধিক লিথিয়াম মজুদকারী দেশের তালিকায় ৭ নম্বরে উঠে এল ভারতের নাম।

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় বিপুল লিথিয়ামের সন্ধান মিলেছে। যার ফলে শীর্ষ তালিকায় উঠেছে ভারতের নাম। ওই তালিকায় সবার ওপরে রয়েছে বলিভিয়ার নাম। ওই দেশে মজুদ লিথিয়ামের পরিমাণ ২১০ লক্ষ টন। এরপর আর্জেন্টিনা, আমেরিকা, চিলি, অস্ট্রেলিয়া এবং চিন রয়েছে। তারপরই থাকছে ভারতের নাম।

এই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস দেশের প্রযুক্তি মহলেও। কারণ বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে সাথে লিথিয়ামের চাহিদা বাড়ছে। আগে এর জন্য বিশেষ করে চিন, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনার ওপর নির্ভর করতে হত ভারতকে। তবে এবারে দেশের মধ্যে লিথিয়াম খনির হদিস মেলায় সেই চাহিদা অনেকটাই মেটাতে পারবে। উল্টে বিদেশেও রপ্তানি করা যাবে এই লিথিয়াম। যার ফলে দেশে আমদানি হবে বৈদেশিক মুদ্রা।

লিথিয়ামের হদিস পাওয়ায় ব্যাটারি তৈরির খরচ কমবে, তেমনই আত্মনির্ভর হবে দেশ। ভারতে যে পরিমাণে লিথিয়াম পাওয়া গেল, তাতে আগামী দিনে দেশে ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির উৎপাদন আরও বাড়বে। তাই লিথিয়ামের সন্ধান পাওয়ায় এক নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছেন তারা। বিপুল পরিমাণ লিথিয়াম খনির হদিস নিশ্চিত করেছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

About The Author