রাজগঞ্জ: আইসিডিএস স্কুল এবং হাসপাতালের মুখে মাইক বাজিয়ে তৃণমূলের কম্বল বিতরণ অনুষ্ঠান। মাইকের তাড়নায় ছুটি দিতে হল পড়ুয়াদের। হাসপাতালের গেটের ৭৫ মিটার দূরে এই অনুষ্ঠান হলেও মাইকের আওয়াজে রোগীদের কি অসুবিধে হচ্ছে না? উঠছে প্রশ্ন! স্কুলের দিদিমণির দাবি, মাইকের আওয়াজে পড়াশোনা হবে না তাই বাচ্চাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
বুধবার রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলে মগরাডাঙ্গী গ্রামীণ হাসপাতালে সামনে এই ছবি ধরা পরল। তৃণমূলের কম্বল বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলে আজ ও কাল দু’দিন ছুটি রয়েছে। তাছাড়া হাসপাতালের সামনেও এই অনুষ্ঠানে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবে স্কুলের দিদিমণি বলছেন, বাচ্চারা এসেছিল। তবে মাইক বাজানোর কারণে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ‘এত আওয়াজে কি পড়া হয়?’
এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জেলা কমিটির সদস্য তথা স্থানীয় নেতা নিতাই মন্ডল বলেন, তৃণমূলের অনুষ্ঠানের জন্য কোনও প্রশাসনিক অনুমতির ব্যাপার নেই। তারা চাইলেই হাসপাতালের ভেতরে গিয়েও মাইক বাজাতে পারেন। আনুষ্ঠানিকভাবে আজ স্কুল ছুটি না থাকলেও অনেক জায়গাতেই পড়ুয়াদের স্কুলে যেতে মানা করা হয়েছে বলে শুনেছি।
বুধবার তৃণমূলের কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলের দুস্থ মানুষেরা হাজির হয়েছিলেন। তাদের নাম ডেকে হাতে হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। বিধায়ক ছাড়াও ওই অনুষ্ঠানে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান লক্ষ্মমোহন রায়, রাজগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় দাস সহ দলের নেতা কর্মীরা।