বীরভূম: প্রাথমিক স্কুলের মিড ডে মিলে ডালের বালতিতে মিলল সাপ। সাপের ডাল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৬ পড়ুয়া। বীরভূমের ময়ূরেশ্বরের একটি প্রাইমারি স্কুলের ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিডি ডে মিল বিতরণের সময় ডালের বালতিতে পাওয়া যায় একটি গোটা রান্না করা সাপ। সঙ্গে সঙ্গে খাবার বিতরণ বন্ধ করে দেওয়া হয়। ওদিকে ততক্ষণে বেশ কয়েকজন ছাত্রছাত্রী খাবার খেয়ে ফেলেছে। তাদের অনেকে খাবারে সাপ পাওয়া গেছে শুনে বমি করতে থাকে। ততক্ষণে গোটা গ্রামে রটে গিয়েছে মিড ডে মিলের খাবারে সাপ পাওয়ার খবর। সেকথা শুনে স্কুলে ছুটে আসেন অভিভাবকেরা। অসুস্থ ছাত্রছাত্রীদের তাঁরা রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
১৬ জন ছাত্রছাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাদের দাবি, ‘মিড ডে মিল রান্নায় অবহেলা করেন শিক্ষকরা। যার জেরেই খাবারে সাপ পড়লেও কেউ টের পাননি।’ এব্যাপারে স্কুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।