মালদা: পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। গুরুতর জখম হলেন আরও এক পরীক্ষার্থী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার ৮১ নম্বর জাতীয় সড়কে। জখম ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, সোমবার থেকে শুরু হয়েছে কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। দাদার বাইকে চড়ে পরীক্ষা দিতে যাচ্ছিলেন, হঠাৎই দ্রুত গতিতে আসা একটি বেসরকারি বাস বাইকটিকে সামনে থেকে ধাক্কা মারে। চাকার তলায় পিষ্ট হয় ওই ছাত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জখম হন আরও এক ছাত্রী। তড়িঘড়ি আহত পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের অবস্থা বেহাল থাকায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা। সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হন স্থানীয়রা। যদিও পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। জানা গিয়েছে, মৃতার নাম শামীম পারভিন (২১)। আহত ছাত্রীর নাম মুস্কান আরজু( ২১)। এদের দু’জনের বাড়ি মালদার চাঁচলের কালিগঞ্জ গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ।