গজলডোবায় বেড়াতে এসে বাইক দুর্ঘটনা! গুরুতর আহত ২ বন্ধু

রাজগঞ্জ: বড়দিনের বিকেলে গজলডোবা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। রবিবার বিকেলে গজলডোবা সংলগ্ন ফকটিয়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, বড়দিন উপলক্ষে দুই বন্ধু বাইকে ঘুরতে বেরিয়েছিল। গজলডোবা থেকে তিস্তা ক্যানাল ধরে বাড়ি ফেরার পথে ফকোটিয়া মোড়ে একটি গাড়ি তাদের বাইকে পেছন থেকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন দু’জন। আহত দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই দুই যুবক মোহন রায় এবং মুনুত রায় যথাক্রমে ফুটকিপাড়া এবং সরকারপাড়ার বাসিন্দা।

About The Author