রাজগঞ্জ: ২৫ বছর সম্পূর্ণ করল রাজগঞ্জের হিমালয়ান ইন্টারন্যাশেনাল রেসিডেন্সিয়াল স্কুল। এলাকায় এই স্কুল মডেল স্কুল হিসেবেই পরিচিত। শুক্রবার স্কুল প্রাঙ্গনে ঘটা করে অনুষ্ঠিত হল তাদের সিলভার জুবিলি অনুষ্ঠান। স্কুল পড়ুয়াদের নাচে গানে মুখরিত হল এলাকা।
শুক্রবার স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন স্কুলের প্রথম প্রধান শিক্ষক আলোক কাতদারে এবং বিজ্ঞানি ডঃ অপরাজিতা মিত্র। স্কুলের তরফে Chittaranjan পানিগ্রাহি জানান, হিমালয়ান ইন্টারন্যাশেনাল রেসিডেন্সিয়াল স্কুলের দিনটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। এই স্কুলের ২৫ বছর বহু পড়ুয়া প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছেন। বর্তমানে রাজগঞ্জ এলাকার ছেলেমেয়েরাও এখানে পড়াশুনা করছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠান শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা সময়ে স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সেখানে বাংলা হিন্দি, ইংরেজি এমনকি আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান হয়েছে। বাচ্চাদের অভিভাকেরাও অনুষ্ঠানে ছিলেন, সব শেষে খাওয়া দাওয়ার আয়োজন ছিল।