TMC-নেতাদের গাছে বাঁধা হবে … গনধোলাই দেবে জনগণ: বাপি গোস্বামী

রাজগঞ্জ: আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখাল বিজেপি। সোমবার রাজগঞ্জ বিডিও অফিসে হাজির হন জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতাদের নাম রয়েছে। সেই সঙ্গে অবৈধ ভাবে কাটমানির বিনিময়ে গরীব মানুষের ঘর অন্য নামে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

পাশাপাশি, এদিন বিডিও-র ‘বিডিওগিরি’ নিয়ে গুরুতর অভিযোগ করেন ডাবগ্রামের বিধায়ক শিখা চ্যাটার্জি‌র। তাঁর কথায়, বিরোধী দলের বিধায়িকা হিসেবে তাঁকে কোনও সর্বদলীয় বৈঠকে ডাকা হয়না।

সোমবার রাজগঞ্জের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে ১৩ দফা দাবিতে রাজগঞ্জের বিডিওকে ডেপুটেশন প্রদান করল বিজেপি। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। তিনি বলেন, ‘আজ ট্রেইলার ছিল; কাজ না হলে সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং তৃণমূলের নেতাদের গাছে বাঁধা হবে। সামনেই নির্বাচন; দুর্নীতি করে গ্রামে গেলে জনগণ তাদের গণধোলাই দেবে।’

এই ব্যাপারে রাজগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জি‌ বলেন, আবাস তালিকায় কারা ঘর পেয়েছেন তা তাদের জানা নেই। ভুল করে অন্য কারও নামে ঘর হলে সেই ব্যাপারে ব্লকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই রাজনীতি করছে বিজেপি।

About The Author