কাতার বিশ্বকাপের তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া, ২-১ গোলে হারল মরক্কো

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে গেল মরক্কো। ১৯৯৮-এর পর আবার চলতি বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল ক্রোয়েশিয়া।

শনিবার কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। শুরু থেকেই এদিন দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ভারডিওল। ৯ মিনিটেই মরক্কোকে সমতায় ফেরান আশরাফ দারি।

৪২ মিনিটে ফের গোল করেন ক্রোয়েশিয়ার মিসলাভ ওরিসিচ। এরপর মরক্কো বহু চেষ্টা করলেও ব্যবধান কমাতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতেন লুকা মডরিচরা। রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ তাঁরা। এদিন বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জিতল ক্রোয়েশিয়া। জয়ের ফলে ১৯৯৮-এর পর আবার চলতি বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল ক্রোয়েশিয়া। ২০১৮ সালে তাঁরা রানার্স ছিলেন।

 

About The Author