শুভেন্দুর সভায় কম্বল নিতে গিয়ে ৩ জনের মৃত্যু এবং বেশকয়েকজনের আহত হওয়ার ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চায় রাজ্য। এদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে রাজ্যকে। অতঃপর তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করতে কলকাতা হাইকোর্টে অনুমতি চাইল রাজ্য সরকার।
বুধবার সন্ধ্যায় আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১ শিশু সহ ৩ জনের। এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চাইল রাজ্য সরকার।
আসানসোলের রামকৃষ্ণডাঙায় পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি আয়োজিত একটি কম্বল বিতরণ কর্মসূচিতে হাজির ছিলেন শুভেন্দু। সেখানেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১ জন শিশুও রয়েছে। আহত কমপক্ষে ৪ জন। এই ঘটনার পরেই শুভেন্দুর কর্মসূচি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে।