ব্রাজিলের স্বপ্নভঙ্গ! কোয়ার্টার ফাইনালে হেরে কাঁদলেন নেমার

ফুটবল বিশ্বকাপে অঘটন! টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। হারের পরই ইস্তফা দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মাঠেই ভেঙে পড়েন নেমার। 

টাইব্রেকারে ২-৪ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

খেলার প্রথম থেকেই ব্রাজিলকে চাপে রাখার চেষ্টা করছে ক্রোয়েশিয়া। খেলার ২২ মিনিটে পর পর দু’টি আক্রমণ করে ব্রাজিল। প্রথমে ভিনিসিয়াস তার পর নেমার। কিন্তু ক্রোয়েশিয়ার ডিফেন্স আক্রমণ প্রতিহত করল। প্রথমার্ধে কোনও গোল হয়নি। 

খেলার ৭৬ মিনিটে নেমারের বল আটকে গোল হতে দিলেন না গোলকিপার লিভাকবিচ। পরে আরও একটি আক্রমণ প্রতিহত করল গোলকিপার। দ্বিতিয়ার্ধে‌ও গোল না হওয়ায় খেলা গরাল অতিরিক্ত সময়ে।

খেলার অতিরিক্ত সময় ১০৫ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। গোলে বল জালে জড়ালেন নেমার। ১১৭ মিনিটে আত্মবিশ্বাসী ব্রাজিলের অসাবধানতায় গোল শোধ করল ক্রোয়েশিয়া। ট্রাইবেকারে হেরে স্বপ্নভঙ্গ ব্রাজিলের।

খেলায় হেরে তীরে এসে তরী ডুবল ব্রাজিলের। কান্নায় ভেঙ্গে পড়লেন নেমার। সান্ত্বনা দিতে দৌড়ে এল বিপক্ষের দুই শিশু। 

About The Author