‘টাকা নিয়ে কিছুই শেখায় না’, প্রাইভেট মেডিক্যাল কলেজে ভরসা নেই মমতার

প্রাইভেট মেডিক্যাল কলেজে ভরসা নেই মমতার। মুখ্যমন্ত্রীর কথায়, টাকা নিয়ে কিছুই শেখায় না অনেক কলেজ। সরকারি কলেজে মেধার ভিত্তিতে ভালো ডাক্তার তৈরি করা যায়। অন্যান্য প্রাইভেট মেডিক্যাল কলেজে, না প্র্যাক্টিক্যাল, না থিয়োরি, ‘কিসু’ই শেখায় না। ট্রেনিং না দিলে কি করে ডাক্তার হবে তারা? প্রশ্ন মমতার। অন্যদিকে, প্রাইভেট হাসপাতালগুলির রেফার প্রবণতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রেফারের কেস কমাতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে বক্তব্য রাখার সময় বললেন এই কথা। পাশাপাশি, এসএসকেএম হাসপাতালের পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। রক্ত পরীক্ষার বিষয়ে তাঁর পূর্ব অভিজ্ঞতা যে খুব একটা সুখের নয়, সেকথাও জানালেন তিনি। তাঁর কথায়, সেখানে রক্ত পরীক্ষা করাতে যেতে ভয় পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের পরিষেবা নিয়েও খুশি নন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রোগী এলে তাকে ভর্তির প্রক্রিয়াতেই সময় কেটে যাচ্ছে। ট্রমা সেন্টারে তো এটা হওয়ার কথা নয়। এসএসকেএম কর্তৃপক্ষকে তাঁর পরামর্শ, রাতে সিনিয়র চিকিৎসকদের হাসপাতালে রাখার ব্যবস্থা করতে হবে। এসএসকেএম হাসপাতালে পরিষেবা উন্নত করার জন্য প্রয়োজনে আরও বেশি কর্মী নিয়োগ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

About The Author