দিল্লির সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। দেশের সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গেই সাক্ষাৎ করেছেন তিনি। বৈঠক শেষে চায়ের আসরে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন মোদী। সৌজন্যের খাতিরে বন্ধুভাব দেখিয়েছেন বিরোধীরাও। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি সেই কথাই বলছে। সেখানে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসরে অনেকের মতো সিপিএমএর সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরি ও সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গেও হাসি বিনিময় করছেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিয়েই নেটমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে।
Delhi | All Party meeting was held on 5th December to discuss aspects relating to India’s G20 Presidency. The meeting was chaired by PM Narendra Modi & was attended by various chief ministers and political leaders. pic.twitter.com/GkkAIAkoJt
— ANI (@ANI) December 5, 2022
সোমবার দিল্লির সেই বৈঠক ছিল মূলত জি২০ সম্মেলনকে মাথায় রেখে। ২০২৩-এ এই বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। কিভাবে হবে তার আয়োজন, সেই পরিকল্পনা সবার সঙ্গে বুঝ নিতেই আয়োজন করা হয়েছিল সর্বদলীয় বৈঠকের।
দিল্লিতে ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা পেলেন জেপি নাড্ডার পাশে। ওই বৈঠকে প্রতিবেশী রাজ্য ওড়িশার নবীন পট্টনায়ক, সিকিমের প্রেমসিং তামাং, মহারাষ্ট্রের একনাথ শিন্ধে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি, তামিলনাড়ুর এম কে স্টালিন সহ জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকারজুন খারগে, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, সিপিএমের, সিপিআইএম-এর সর্বভারতীয় সম্পাদক সিতারাম ইয়েচুরি প্রমুখরা হাজির ছিলেন। এছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন।
আগামী জি-২০ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। এই ব্যাপারে দেশ কিভাবে প্রস্তুত হচ্ছে সেই বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ডিসেম্বর মাসের ১ তারিখ থেকেই ভারতের হাতে আগামী এক বছরের জন্য জি-টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব হাতে এসেছে।