বেলাকোবা: কেন্দ্রের রোজগার মেলায় বাইরের রাজ্যের ছেলেমেয়েদের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন ‘চুরির কেসে আসামী’ নিশীথ প্রামাণিক। এমনই অভিযোগ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি এও বলেন, নিশীথ প্রামাণিক যার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে, ‘চুরির আসামী’ সে কিনা চাকরি দিল। শনিবার বেলাকোবায় তৃণমূলের কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিধায়ক খগেশ্বর রায়।
প্রসঙ্গত, গত ২২ তারিখ রাজগঞ্জের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে এসে কেন্দ্রের একটি অনুষ্ঠান থেকে প্রায় ২৪৫ জন ছেলেমেয়েকে চাকরির নিয়োগ পত্র তুলে দিয়েছিলেন। শনিবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গে বিধায়কের দাবি, সেখানে যারা চাকরি পেয়েছেন, তাদের জিজ্ঞাসা করা হলে, তারা বিহার থেকে নয়ত উত্তরপ্রদেশ থেকে এসেছে বলে জানিয়েছে। পাশাপাশি এদিন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও গলা চড়ান বিধায়ক। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তথা জেলা সম্পাদক নিতাই মন্ডল বলেন, বিধায়ক সন্ধার পর সর্ষে ফুল দেখেন। তা নাহলে খোঁজ খবর রাখলে এইসব ভিত্তিহীন কথা বলতেন না।
প্রসঙ্গত, গত ২২ তারিখ কেন্দ্র সরকারের তরফে দেশজুড়ে ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবমিলিয়ে ৭১ হাজার কর্মপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে বলেছেন। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে শিলিগুড়ি সংলগ্ন রাধারবাড়ি সেক্টর বিএসএফ হেডকোয়ার্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি প্রায় ২৪৫ জন জনকে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
শনিবার রাজগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে মূলত কেন্দ্রের নানান প্রকল্পের বিরোধিতা করে একটি প্রতিবাদ মিছিলও বের করা হয় দলের তরফে। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কথার মাঝে নিশীথ প্রামাণিককে নিয়ে একথা বলেন বিধায়ক খগেশ্বর রায়।
শনিবার বেলাকোবায় বিজেপির বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায় সহ অন্যান্যরা৷