রাজগঞ্জের গুয়াবাড়ি সহ কয়েকটি গ্রামে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ

রাজগঞ্জ, ২৮ মে: বেহাল কাঁচা রাস্তার জন্য নাজেহাল রাজগঞ্জের গুয়াবাড়ি ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা। বহু বছর থেকেই যাতায়াতের সমস্যা। মধ্যে বসবাস করলেও রাস্তাগুলি পাকা করার কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে বাসিন্দাদের অভিযোগ । রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি, গধেয়াগছ, ভান্ডারিগছ ও সুরুবাড়ি গ্রামের রাস্তাগুলি কাঁচা । শুখা মরশুমে ধুলাবালি ও বর্ষাকালে জলকাদায় নাজেহাল হতে হয়। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছেও একাধিকবার দরবার করা হয়েছে । তারপরও কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বেহাল রাস্তার জন্য গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে । স্থানীয় বাসিন্দা আব্বাস মহম্মদ বলেন, গত ২০১৭ সালে তৎকালীন সাংসদ বিজয়চন্দ্র বর্মন বন্ধুনগর এলাকার ঈদগাহ থেকে গুয়াবাড়ি গ্রাম পর্যন্ত একটি চার কিলোমিটার পাকা রাস্তা করার কথা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে জেলা পরিষদের তত্ত্বাবধানে সাংসদ তহবিলের অর্থে পাকা রাস্তার কাজ শুরু হয় । কিন্তু অজ্ঞাত কারণে মাত্র আড়াই কিলোমিটার রাস্তা করার পর বন্ধ হয়ে যায় । কেন রাস্তাটি পাকা করা হল না তা নিয়ে বাসিন্দারা প্রশ্ন তুলেছেন । এব্যাপারে জলপাইগুড়ি জেলা পরিষদের কো-মেন্টর অহিদার রহমান বলেন, সাংসদ তহবিল থেকে মাত্র ২ কিলোমিটার ৩০০ মিটার রাস্তা পাকা করার জন্য অর্থ বরাদ্দ করা হয় । সেই অনুযায়ী কাজ করা হয়েছে । তবে সাড়ে ৮ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার জন্য কৃষিজ বিপণন দপ্তরের প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে । আশাকরি শীঘ্রই রাস্তাগুলি পাকা হবে ।

https://www.facebook.com/Fatapukur/videos/2379638592335819/

 

About The Author