পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল আর্জেন্টিনা। গ্রুপ সি-র ম্যাচে ২-০ গোলে পোল্যান্ডকে হারাল মেসির দল। গোল করলেন ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেস। আর্জেন্টিনাকে নিয়ে এখনও ৮টি দল প্রথম ষোলোয় পৌঁছল।
বুধবারের খেলায় প্রথমার্ধে গোল করতে পারেনি আর্জেন্টিনা। এর মধ্যে পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। খেলার ১৩ মিনিটে ডি’মারিয়া বল নিয়ে ভিতরে ঢুকে যায় এবং মেসিকে পাস বাড়ান। মেসি এটি ডি’পলকে পাস দেন, আবার মোলিনা বল বাড়াতে গেলে সেই ক্রস আটকে যায়। তার পরেই মেসির থেকে বাঁ দিকে পাস পেয়েছিলেন আকুনা। তাঁর উঁচু শট বারের উপর দিয়ে উড়ে যায়।
ম্যাচের ১০ মিনিটের মাথায় সুযোগ এসেছিল মেসির হাত ধরে। তবে তাঁর ডান পায়ের দুর্বল শট গোলকিপার শেজেনির বাঁচাতে অসুবিধা হয়নি। ৫ মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। ডি’মারিয়ায় কর্নার থেকে উড়ে আসা বলে হেড প্রতিহত হয়। পাল্টা ক্রস থেকে ওটামেন্ডির হেড বাইরে বেরিয়ে যায়। এরপর থেকে ক্রমাগত পোল্যান্ডের রক্ষণের ওপর চাপ বাড়িয়ে গেছে মেসি-রা। কিন্তু প্রথমার্ধে লক্ষ্যভেদ হয়নি।
সাফল্য আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। দলকে লিড এনে দেন ম্যাক অলিস্টার। ৪৭ মিনিটেই পোল্যান্ডের জালে বল জড়িয়ে দেন তিনি। ৬৮ মিনিটে ২-০ গোলের লিড এনে দেন জুলিয়ান আলভারেস। পোল্যান্ডের খেলা প্রথম থেকেই ছিল রক্ষণাত্মক। যেহেতু তারা ড্র করলেই নকআউট পর্যায়ে চলে যাবে তাই গোল দেওয়ার থেকে গোল না খাওয়ার দিকেই বেশি নজর দিয়েছিল। কিন্তু পোল্যান্ড ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকেও বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার পায়েই। শেষ অবধি ম্যাচ জিতে শেষ ষোলোয় নিজেদের জায়গা নিশ্চিত করল মেসিরা। এখনও ৮টি দল প্রথম ষোলোয় পৌঁছল।
The Argentina dream lives on 🇦🇷#FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/j1bcuTv70H
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022