মেক্সিকোকে ২ গোলে হারাল মেসির দল। সেই সঙ্গে ৩ পয়েন্ট পেয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। শনিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। এর আগের ম্যাচে সৌদির কাছে ২-১ গোলে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচ আর্জেন্টিনার কাছে ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রুপ সির সেই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মেসির আর্জেন্টিনা। নীল সাদার হয়ে প্রথম গোল করেন মেসি। দ্বিতীয় গোল করেন এঞ্জো ফার্নান্ডেজ। প্রসঙ্গত, মাত্র ২১ বছর বয়সে এই প্রথম বিশ্বকাপে গোল করল ফার্নান্ডেজ।
When you score your first #FIFAWorldCup goal at 21 years old 🫶 pic.twitter.com/u0bdtxrpoo
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
শনিবার মেক্সিকোর বিরুদ্ধে নেমে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। মেসিদের আক্রমণ রুখে দিচ্ছিল মেক্সিকোর ডিফেন্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকে একে অপরের বক্সে আক্রমণ শানাতে থাকে দুই দল। এরই মাঝে মেসির একটি ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়। মেসি, ডি মারিয়াদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছিলেন গুয়ার্দাদো, হেরেরা। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি। ৮৭ মিনিটে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্ডেজ। সংযোজিত সময়ে বহু চেষ্টা করলেও মেক্সিকো গোল শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে নেয় নীল সাদা ফুটবলাররা।