FIFA World cup: আর্জেন্টিনাকে হারিয়ে রোলস রয়েস উপহার সৌদির ফুটবলারদের

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর জাতীয় ছুটি ঘোষণা করেছিলেন সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমান। আরও একধাপ এগিয়ে এবার সৌদি ফুটবলারদের জন্য আরও একটি উপহার ঘোষণা করলেন তিনি। আর্জেন্টিনাকে হারানোয় দলের সব ফুটবলারদের রোলস রয়েস উপহার দেবেন ‘দিলখুশ’ যুবরাজ মহম্মদ বিন সলমান।

দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের পর আনন্দে মেতে উঠেছে গোটা সৌদি আরব। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন অনেকে।  সৌদির পতাকা উড়িয়ে, বাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতেও দেখা গিয়েছিল অনেককে। রাস্তায় উপচে পড়া ভিড় জানান দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর আনন্দ তাদের কাছে ঠিক কতটা। সেই আনন্দ ধরা পড়েছিল যুবরাজের ছুটি ঘোষণার মধ্যে দিয়ে।

ফুটবল অনুরাগীদের অনেকেই মনে করেছিলেন সৌদির বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনা সহজেই জয় পাবে। কিন্তু সকলকে চমকে দিয়ে ২-১ গোলে জয় তুলে নেয় সৌদি আরবের ফুটবলাররা। এছাড়াও ফিফার রাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ৫১ তম স্থানে রয়েছে সৌদি আরব। তাই গত তিন বছর ধরে অপরাজিত আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদির পরাজয় প্রতাশিত বলে মনে করেছিলেন অনেকেই। সেই প্রেক্ষিতে সৌদি আরবের এই অবিশ্বাস্য জয়ের পর সন্তুষ্ট হয়ে ফুটবলারদের রোলস রয়েস উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন সৌদি প্রিন্স মহম্মদ বিন সলমান। কঠোর পরিশ্রমের ফল পেলেন সাউদি আরবের ফুটবলাররা।

About The Author