পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলা জুড়ে সুরক্ষার ব্যাপারে তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। জাতীয় সড়কে মোড়ে মোড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর রাজগঞ্জের হাতি মোড়ে নাকা চেকিং করল রাজগঞ্জ পুলিশ প্রশাসন সেখানে হাজির ছিলেন জলপাইগুড়ি পুলিশের ডিএসপি।
তিনি জানান, সামনে পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে আগেভাগেই সুরক্ষার ব্যাপারে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। শুক্রবার যাত্রীবাহী বাস থেকে শুরু করে ছোট গাড়ি, পণ্যবাহী গাড়ি এমনকি সন্দেহজনক বাইক আটকে তল্লাশি চলে। সেই সঙ্গে গাড়ির ভেতরে কোন অবৈধ জিনিস পাচার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। যদিও শেষ প্রাপ্ত খবর অনুযায়ী হাতি মোড় থেকে কোনও অবৈধ জিনিস ধরা পরেনি। তবে নাকা তল্লাশি চলবে।