FIFA World cup: খেলা শেষে জাপানীদের সাফাইয়ের ছবি মন কেড়েছে বিশ্বের

ফুটবল বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে জয় পেয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। এবার সেই স্টেডিয়াম সাফাই করে সকলের মনে জায়গা পেলেন জাপান সমর্থকরা। ফিফার তরফে ছবি প্রকাশ পেতেই নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি।

সাধারণত দর্শকেরা মাঠে আসেন, খেলা দেখে গোলা ফাটান। পরে যে যার মত বাড়ি ফিরে যান। তবে এক্ষেত্রে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল জাপানের সমর্থকদের জন্য। বুধবার খেলা শেষ হবার পর অন্যান্যরা যখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন সেসময় জাপান সমর্থকরা ব্যস্ত রইলেন স্টেডিয়াম পরিষ্কার করার কাজে। স্টেডিয়ামের যত্রতত্র যাবতীয় জঞ্জাল যেগুলি পড়েছিল, সেগুলি তাঁরা তুলে স্টেডিয়াম পরিষ্কার করে তারপর বাইরে যায়। খুব স্বাভাবিকভাবেই জাপান সমর্থকদের এই উদ্যোগ নজর কেড়েছে সারা বিশ্ববাসীর। প্রশংসায় ভেসে যাচ্ছেন তাঁরা।

প্রথমে সৌদি আরব তারপর জাপান, এশিয়ার দুই দেশের অবাক করা জয়ের পর এমনিতেই নজর ঘুরেছে বিশ্ববাসীর। তারপর এই ছবি দেখে দুনিয়ার নজর আরও একবার ঘুরে গিয়েছে। অন্তত এমনটাই বলছে নেটপাড়ার ট্রেন্ডিং ইন্ডিকেশন।

প্রসঙ্গত, চার বারের বিশ্ব চ্যাম্পিয়ান জার্মানিকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করল জাপান। ২০১৮ সালের বিশ্বকাপে দাক্ষিন কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ানদের। তাই কাতারের মাটিতে জাপানের বিরুদ্ধে জয় লাভ করে বিশ্বকাপে ছন্দে ফিরতে চেয়েছিল জার্মানি । তবে জার্মানদের হতবাক করে ২-১ গোলে জয় তুলে নেয় জাপান।

গ্রুপ-ই’তে খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল জার্মানি। শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দে খেলছিলেন জার্মানরা ।একের পর এক আক্রমণ শানাতে সফল হয়েছিলেন মুলার-হাভার্টজরা। যদিও খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যে জার্মানির জালে বল জড়িয়েছিলো জাপান ।কিন্তু অফ সাইডের কারনে বাতিল হয় সেটি ।।ক্রমাগত আক্রমণের পর ৩৩ মিনিটে গিয়ে পেনাল্টির মাধ্যমে গোলের দেখা পায় জার্মানি।

বিরতির পরও জার্মান খেলোয়াড়রা একেই ছন্দে খেলছিলেন । জাপান অবশ্য একেবারে বসে থাকেনি,সুযোগ পেলেই পাল্টা আক্রমণ করেছেন তারা। অবশেষে ৭৫ মিনিটে তাকুমি মিনামিনোর করা শট নয়্যার ফিরিয়ে দিলেও রিতসু দোয়ানের ফিরতি শট আর ঠেকাতে পারেনি ক্যাপটেন নয়্যার। খেলার ফল দাড়ায় ১-১। গোলের পর জাপান গর্জে ওঠে। সবাইকে অবাক করে ৮৩ মিনিটে দূরহ এক কোন থেকে শট নিয়ে নয়্যারের মাথার উপর দিয়ে গোলে করতে সক্ষম হন তাকুমা আসানো। এরপর অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি জার্মানি।

About The Author