কেন্দ্র টাকা না দিলে GST দেওয়া বন্ধ করতে হতে পারে: মুখ্যমন্ত্রী

বাংলার বকেয়া টাকা না দিলে রাজ্য থেকে জিএসটি দেওয়া বন্ধ করতে হতে পারে, এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রকে হয় রাজ্যের পাওনা পরিশোধ করতে হবে নাহলে ক্ষমতা থেকে সরতে হবে। বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা না মেটায় তবে রাজ্য থেকে পণ্য ও পরিষেবা কর (GST) দেওয়া বন্ধ করতে হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করে বলেন, কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। মনরেগা (MGNREGA) তহবিল প্রকাশ করছে না। এর প্রতিবাদ করতে আদিবাসীদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমাদের আর্থিক বকেয়া পরিশোধের জন্য কি কেন্দ্রের কাছে ভিক্ষে করতে হবে? তারা ১০০ দিনের কাজের (MGNREGA) তহবিল প্রকাশ করছে না। আমাদের বকেয়া পরিশোধ না করলে বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।’

About The Author