Belakoba-য় হঠাৎ পুলিশের অভিযান! ব্যাপার কি?

রাজগঞ্জ: বেলাকোবা কলেজপাড়ায় আচমকাই অভিযান চালিয়ে ১ ব্যক্তিকে তুলে নিল শিলিগুড়ি পুলিশ। ঠিক কি কারণে অভিযান সেই নিয়ে মুখ খুলছেন না কেউই। বুধবার রাতের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

পুলিশের এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিএসপি মানবেন্দ্র শেখর রক্ষিত। রাত প্রায় পৌনে দশটা নাগাদ পুলিশের তিনটি গাড়ি বেলাকোবা কলেজ পাড়ায় এসে পৌঁছায়, এরপর পুলিশের একটি বাহিনী কলেজ পাড়ার চা কারখানার সামনে একটি বাড়িতে ঢোকে। এরপর প্রায় ১৫ মিনিট নাগাদ ওই বাড়ি থেকে এক ব‍্যাক্তিকে বের করে নিয়ে আসে পুলিশ।

সুত্রের খবর, ওই ব্যক্তি বিভিন্ন লেনদেন সংক্রান্ত কাজ করেন। তবে তার বিরুদ্ধে এসসিএসটি আইনে মামলা করা হয়েছে। তবে কি কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে সে বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি। ঘটনার রাতে সেখানে স্থানীয় পুলিশের কোনও আধিকারিককে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, রাত পৌনে দশটা নাগাদ হঠাৎ পুলিশের একটি দল এসে ওই বাড়িতে ঢোকে একজনকে তুলে নিয়ে যায়। তবে কেন কি কারনে সে বিষয়ে কিছু জানেন না।

About The Author