Bike accident: অন্ধকার রাস্তায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, জখম ১

রাজগঞ্জ: অন্ধকার রাস্তায় ওভারস্পিডে বাইক ছোটাতে গিয়ে আবারও দুর্ঘটনা। রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে গুরুতর ঘায়েল হলেন এক ব্যক্তি। মাথায় ছিলনা হেলমেটও। সোমবার রাত সোয়া ৯টা নাগাদ রাজগঞ্জের পোস্ট অফিস মোড় চাউলহাটির রাস্তায় ঘটে অঘটন। এলাকার লোকেরাই ব্যক্তিতে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায় বলে খবর।

সুখানি অঞ্চল অফিসের সামনে দিয়ে দ্রুত গতিতে বাইক ছুটিয়ে যাওয়ার কিছুক্ষন পরই দুর্ঘটনার আভাস পান স্থানীয়রা। ছুটে এসে বাইক চালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বলছেন, ওই ব্যক্তি সম্ভবত চাউলহাটির বাসিন্দা। তবে পুরো ঘটনা ক্রমশ প্রকাশ্য। ঘটনার খবর পেয়ে সেখানে যায় রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করেন। তার বাড়ি চাউলহাটি এলাকার গরিয়াপাড়ায়। সোমবার সন্ধ্যায় কাজের টাকা নিতে এসেছিলেন রাজগঞ্জে। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশ বলছেন, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

এই ঘটনার পর অনেকেই ওই রাস্তায় আলোর ব্যবস্থার দাবি করছেন। তাদের বক্তব্য, নির্জন রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে পথ চলতে খুবই সমস্যা হয়। বেশ কয়েকটি বাঁক থাকায় দুর্ঘটনাও হয়েই চলেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানাবেন এলাকার বাসিন্দারা।

About The Author