দিন যত এগোচ্ছে, পাচারকারিরা নতুন নতুন পন্থা অবলম্বন করছে কাঠ পাচারের। এবার, ওপরে ভাঙ্গা কাচ, তার নিচে লুকনো বহুমূল্য কাঠ। এভাবেই গৌহাটি থেকে মহারাষ্ট্রে পাচার হচ্ছিল বার্মা টিক। তার আগেই অবৈধ কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক মুল্য প্রায় কুড়ি লক্ষ টাকা।
কাচের বস্তার আড়ালে গাড়িতে করে পাচার হচ্ছিল বহুমূল্যের টিককাঠ গুলি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকা থেকে ঝাড়খন্ড নম্বরে একটি লরি আটক করে বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা। জানা গেছে গৌহাটি থেকে মহারাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়িটি। এই ঘটনায় গাড়ির মালিক চন্দন কুমার এবং চালক ছোট্টু ঠাকুর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুজনকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

