Rajganj: জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত ২

হাইরোডে স্টাইল দেখিয়ে বাইক ছোটাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা। পেছন থেকে গাড়ির ধাক্কা গুরুতর আহত ২ যুবক। স্থানীয়রা আরও বলছেন, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না।

রাজগঞ্জের করতোয়ায় শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দুই বাইক আরোহী। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, হেলমেট ছাড়াই রাস্তায় অসাবধানভাবে বাইক চালাচ্ছিল। পেছন থেকে জলপাইগুড়ির দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুজনেই রাস্তায় ছিটকে পড়েন, মাথায় গুরুতর চোট লেগেছে। ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও দুজনের নাম পরিচয় জানা যায়নি।

About The Author