মালদা: মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক শিশুর। জানা গিয়েছে, শিশুটি বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেখানেই কিছু কাগজ ও বাড়ির জঞ্জাল ফেলে আগুন ধরিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি। আর সেই জঞ্জালের মধ্যেই নাকি ছিল মোবাইলের নষ্ট ব্যাটারি। আগুনের তাপে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রীতিমতো জখম হয় ওই শিশুটি। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ শিশুটি রাস্তার পাশে পড়ে থাকে অনেকক্ষন।
এরপরই বাড়ির লোকেরা উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকেরা ওই শিশুটিকে বাঁচাতে পারেনি। শনিবার সকালে মালদহের কালিয়াচক থানা এলাকার রাজনগর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে বছর তিনেকের শিশু সুরজ মণ্ডলের। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।