প্রশাসনিক আধিকারিক হতে চায় চা শ্রমিকের ছেলে অনিশ, লক্ষ্য নারী সুরক্ষা

ফাটাপুকুর: চা শ্রমিকের ছেলে অনিশ রায়ের নজরকাড়া সাফল্যে অভিভূত রাজগঞ্জ। ফাটাপুকুর স্কুলপাড়ার ছেলে আগামীতে সরকারি আধিকারিক হতে চায় সে। কেন এমন ভাবনা? অনিশ জানাল, প্রশাসনিক আধিকারিক হয়ে সমাজে নারীদের সুরক্ষার ব্যাপারে কাজ করার ইচ্ছে। ভূগোল নিয়ে পড়ে wbcs-এর লক্ষ্যে এগোনোর ভাবনা রয়েছে তাঁর।

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরিখে ফাটাপুকুর সারদামনি হাই স্কুলের সেরা ছাত্র অনিশ রায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৭৪। বাবা অলোক রায় চা বাগানে শ্রমিকের কাজ করেন। অভাবের সংসারে কোনওরকমে পড়াশোনা চালাচ্ছে অনিশ। রাজগঞ্জের পানিকাউরি অঞ্চলের ফাটাপুকুর স্কুলপাড়ার ছেলে অনিশের সাফল্যে খুশি এলাকাবাসী। অনিশের মা শেফালি রায় জানান, তাঁর স্বামী চা বাগানে শ্রমিকের কাজ করেন। সেই দিয়েই ৪ জনের সংসার কোনওভাবে চালাতে হচ্ছে। ছেলের সাফল্যে খুশি হলেও আগামীতে কিভাবে পড়াশুনা এগোবে সেই নিয়ে চিন্তিত পরিবার। অনিশ জানায়, আগামীতে প্রশাসনিক আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তবে পড়াশোনার ব্যাপারে যদি সরকারি ভাবে আর্থিক সাহায্য মেলে, তবেই সেই লক্ষ্যে এগোতে পারবে সে। অনিশের সাফল্যে খুশি তাঁর স্কুলও। প্রধান শিক্ষক সুমন্ত বাগচি জানান, স্কুলের তরফে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতেও যতটা সম্ভব সাহায্য করা হবে।

About The Author