Rajganj: বিজেপির সংখ্যালঘু সেলের নেতা যোগ দিলেন তৃণমূলে

ফাটাপুকুর: গত ৫ বছরে বিজেপির হয়ে দায়িত্ব সামলেছেন, এখন মমতা ব্যানার্জি‌র উন্নয়নে সামিল হতে তৃণমূলে নাম লেখালেন গেরুয়া দলের সংখ্যা লঘু সেলের নেতা খুশরেদ আলি।

রাজগঞ্জের বানিয়াপাড়া বুথের বিজেপির সঙ্খ্যালঘু সেলের সভাপতি সোমবার বিকেলে তৃণমূলে যোগ দিলেন। বিগত ৫ বছর ধরে গেরুয়া শিবিরে সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিলেন খুশরেদ আলি। তাঁর বক্তব্য, বিজেপি’তে থাকাকালিন কিছু মত পার্থক্য তৈরি হয়েছিল। ঠিক মত কাজ করা যাচ্ছিল না। মমতা ব্যানার্জি‌কে দেখে অনুপ্রানিত হয়েই উন্নয়নের লক্ষে তৃণমূলে নাম লেখালেন তিনি। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা তথা জলপাইগুড়ি জেলা সম্পাদক নিতাই মণ্ডল বলেন, খুসরেদ বাবু বিজেপি’তে কর্মী হিসেবে ছিলেন, বিজেপির বুথ সভাপতি বলে কোনও পদ হয়না। নিতাই বাবুর অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই ওই বিজেপি কর্মীর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দিতে আপত্তি ছিল তৃণমূল শাসিত প্রশাসনের। বর্তমানে তৃণমূলে যোগদানের শর্তেই তাঁর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা সহ মূল্যবৃদ্ধি বিয়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল চলছে ব্লকে ব্লকে। সেই অনুষ্ঠানের একফাকে তৃণমূলের দলীয় পতাকা তাঁর হাতে তুলে দেওয়া হল। সোমবার রাজগঞ্জের ফাটাপুকুরে পানিকাউরি অঞ্চল তৃণমূলের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছিল। সেই মিছিলে পরিক্রমা শেষে খুসরেদ আলির হাতে তৃণমূলের পতাকা হাতে তুলে দেন অঞ্চল তৃণমূল সভাপতি অমল কুড়ি।

About The Author