কেদারনাথে কুকুর নিয়ে যাওয়ায় FIR! ‘ভগবানের ওপর অন্য প্রাণীর অধিকার নেই?’ প্রশ্ন

Nawab husky

কেদারনাথ মন্দিরে পোষ্য কুকুর! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, যুবকের বিরুদ্ধে FIR মন্দির কমিটির। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

ভগবানের ঠ্যাকা কি শুধু মানুষেরাই নিয়ে রেখেছেন নাকি, অন্য জীবের কোনও অধিকার নেই তাঁর ওপর। মন্দিরে কুকুর বিতর্কের পর এই প্রশ্নই তৈরি হয়েছে পশুপ্রেমিদের তরফে। কেদারনাথে নিজের পোষ্য কুকুরকে নিয়ে যাওয়ায় বিতর্কের শুরু। নয়ডার এক ব্লগার রোহণ তিয়াগি তাঁর পোষা ‘হাস্কি কুকুর’ নবাবকে কেদারনাথ মন্দিরে নিয়ে যান এবং তাকে তিলক পরিয়ে দেন, এর জেরেই ওই ব্লগারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় মন্দির কমিটির তরফে৷ বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি ব্লগার রোহন ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কমিটির দাবি, ব্লগারের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

রোহণ জানিয়েছে, কুকুরটি তার সন্তানের মত। তার নাম নবাব ত্যাগী। গত চার বছর ধরেই মন্দিরে যাচ্ছে সে। নবাবকে কেদারনাথ মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে রোহন জানান, কুকুর আসলে ঈশ্বরেরই অবতার। শিবের নন্দী যেমন তার সেবক। অনেকেই নবাব নামের কুকুরটির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, এবং মন্দির কমিটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

About The Author