Rajganj: জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, আহত যুবক

রাজগঞ্জ: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে ছিটকে পড়ল বাইক। দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। রবিবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে করতোয়ায়। আহত যুবকের নাম বিভাস বর্মন (২২)। তার বাড়ি ফালাকাটায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। ওই যুবক বাইক নিয়ে জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। করোতোয়া এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ। তদন্ত করে দেখছেন তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার রাতে ‘সাপের মেলা’ থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। রাজগঞ্জের বেলাকোবা যাওয়ার রাস্তায় পলিটেকনিক কলেজের সামনে গভীর রাতে এই ঘটনা ঘটেছিল।

About The Author