রাজ্য বিজেপিতে সুকান্ত মজুমদারের নেতৃত্বে নয়া রাজ্য কমিটি তৈরির পর থেকেই দলের অন্দরেই ক্ষোভ-বিক্ষোভ বেড়েছে। শনিবার বালিগঞ্জ ও আসানসোলে হারের দিনে গেরুয়া শিবিরের সেই অস্বস্তি ফিরিয়ে আনলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সরাসরি রাজ্য নেতৃত্বকেই আক্রমণ করলেন। তিনি বলেন, ‘অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।’
বালিগঞ্জে জয়ের আশা করেনি বিজেপি। কিন্তু জামানত জব্দ হয়ে যাবে বলে আশঙ্কাও ছিল না। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী জামানত রক্ষা করতে পারেননি। অন্য দিকে, পর পর দু’বার জেতা আসানসোলে গো-হারা হেরেছে বিজেপি। তিন লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। এই ফলের জন্য দলের বর্তমান রাজ্য নেতৃত্বের নিন্দা করার পাশাপাশি তৃণমূলের থেকে বিজেপিকে অনেক কিছু শিখতে হবে বলেও মন্তব্য করেন সৌমিত্র। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা ব্যর্থ হয়েছি। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি ভাবা উচিত।’